Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষা প্রতিষ্ঠান টানা ৪০ দিন ছুটিতে ডেঙ্গু শঙ্কা

মো.সাগর মল্লিক ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মো.সাগর মল্লিক ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিনের ছুটিতে যাচ্ছে দেশের সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। বুধবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়ে ৭ এপ্রিল পর্যন্ত থাকবে এ ছুটি। দীর্ঘ ছুটিতে সঠিক ব্যবস্থাপনা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এডিস মশার আতুর ঘরে পরিনত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

 

শিক্ষা বিভাগ সুত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলায় ১২৯টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এগুলোর মধ্যে ৭৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫১টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও মহাবিদ্যালয় রয়েছে। এর বাইরে বেশ কিছু কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন এবং ০২ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের এ ছুটি শুরু হবে।

 

এ বিষয়ে চিকিৎসক, আবহাওয়াবীদ, সরকারি কর্মকর্তা ও সচেতন মহলের সাথে কথা বলে জানা গেছে, একই সাথে পবিত্র রমজান মাস, শুভ দোলযাত্রা, স্বাধীনতা দিবস, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতরের লম্বা ছুটি হচ্ছে। এ সময় বৃষ্টি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকা ফুলের টব, ডাবের খোসা, পলিথিন বা অন্যান্য স্থানে জমে থাকা পানি, ড্রেন, প্যান ও প্লাস্টিকের পরিত্যাক্ত পাত্রে পানি জমে ডেঙ্গ রোগের বাহক এডিস মশার জন্ম হতে পারে। তাই প্রতিষ্ঠানের ক্যাম্পাসে দায়িত্বপালনকারী নিরাপত্তা প্রহরী, নৈশ প্রহরী ও অন্যান্য কর্মীদের নিয়মিত তদারকি প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যাক্তিরা।

 

ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা শোভা রায় বলেন, ‘ছুটির আগে আমরা প্রতিটা ক্লাস্টার মিটিং এ ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা দিয়েছি। এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট প্যান চটের বস্তা দিয়ে ঢেকে রাখা, টবের পানি দুই দিন পর পর পরিবর্তন করা ও বৃষ্টি হলে ক্যাম্পাসে পানি জমলে তা অপসারণের নির্দেশ প্রদান করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এগুলো নিশ্চিত করবেন।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।