নেছারাবাদ ( পিরোজপুর ) প্রতিনিধি
৭শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার জন্য ২০১৯-২০ অর্থবছরে মিয়ারহাট পরিচালনা কমিটিকে সরকার একটি অগ্নীনির্বাপক ট্রলার দেয়।
মিয়ারহাট বাজার কমিটির অফিস সহকারি সোয়েব বলেন, ফায়ার ট্রলারটি কখনই ব্যবহার করা হয়নি।তিনি বলেন ট্রলারটি মিয়ারহাট তরকারি বাজারের সাথে খালের পানিতে ৪ বছর ধরে ডুবে আছে।ট্রলারের সাথে দেয়া অগ্নীনির্বাপনের পানির মেশিন ও পাইপ কিছুদিন বাজার কমিটির অফিসে ছিলো।পরে এগুলা কোথায় আছে আমি জানিনা।তবে সোয়েব জানান এটা চালানোর জন্য কয়েকজন চকিদারকে ট্রেনীং দিয়েছিলো নেছারাবাদ ফায়ার সার্ভিস।
মিয়ারহাট বাজারের ব্যবসায়ী জামাল বলেন সরকারের এ অনুদান বাজার কমিটি রক্ষনাবেক্ষন না করে উল্টো নস্ট করে ফেলেছে।কসমেটিকস ব্যবসায়ী রিপন আকন বলেন প্রতি বছর আগুন লেগে দোকানগুলো পুড়ে যায়।
এ ট্রলারটি টি চালু থাকলে গত মঙ্গলবার সংগঠিত অগ্নীকান্ডে এতো ক্ষতি হতোনা।মানুষের জান মাল রক্ষার জন্য দ্রুতই এ ফায়ার ট্রলারটি সচল করা উচিৎ।
সাবেক চেয়ারম্যান ও স্কুল শিক্ষক ইদ্রিস আলী জানান, আমি এ ট্লারটি রিসিভ করি এবং ওই দিনই ১০০ ফিট পাইপ,ট্রলার এবং পানি উঠানোর মেশিন বাজার কমিটিকে হস্তান্তর করি।