শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড নতুন পাড়া যুব সংগঠনের উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন পাড়া এলাকার অসহায় ৫ টি পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি করে চাউল, কেজি করে আলু, তেল, গুড়, মুড়ি, চিড়া, ছোলা ও খেজুর।
সংগঠনের পক্ষ হতে মো. রাসেল শেখ, মো. রবিন শেখ, মো. জিহাদ শেখ, মো. সাব্বির খান ও মো. জামাল শেখসহ অন্যান্য সদস্যবৃন্দ দুঃস্থ্যদের বাড়ি বাড়ি গিয়ে তাদের হাতে উপকরণগুলো পৌঁছে দেন।
সংগঠনের অন্যতম সদস্য মো. রাসেল শেখ জানান, নতুন পাড়া যুব সংগঠন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছায় সেবামূলক একটি সামাজিক সংগঠন। ইতিমধ্যে সংগঠনের পক্ষ হতে এলাকার মসজিদ উন্নয়ন কর্মকাণ্ড, বাৎসরিক ইসলামী জলসা, খেলাধুলা, বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার নিরীহ ও অসহায় ৫ টি পরিবারের মাঝে কিছু পরিমাণ ইফতার সামগ্রী বিতরণ করা হলো। আমাদের এমন সামাজিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।