বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির পঞ্চম দিন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বাগেরহাট শহরের রেলরোড মোড়ে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন, আল ইমরান, ওয়ালিদ শেখ, আল আমিন, রোহিত, নাহিদ, জিদান, রবি, কাইফ, ইসান, রিদ্দি প্রমুখ।
ইফতার গ্রহণকারীদের মধ্যে একজন পথচারী রহমান শেখ বলেন, “রোজার সময় বাইরে থাকলে ইফতার জোগাড় করা কঠিন হয়ে যায়। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। আল্লাহ তাদের মঙ্গল করুন।”
একজন রিকশাচালক সাইফুল ইসলাম বলেন, সারাদিন পরিশ্রমের পর ইফতার পাওয়াটা অনেক বড় কিছু। যারা এই আয়োজন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।
জেলা ছাত্রদলের এক নেতা আল ইমরান বলেন, “রমজান হলো সংযম ও মানবতার মাস। আমরা চাই, সব শ্রেণির মানুষ একসঙ্গে ইফতার করতে পারে। ছাত্রদল সবসময় মানবিক কার্যক্রমে যুক্ত ছিল, ভবিষ্যতেও থাকবে।”
আরেক নেতা শেখ আল মামুন বলেন, আমাদের মাসব্যাপী এই ইফতার বিতরণ কর্মসূচি চলবে। যারা রোজা রেখে কষ্ট করছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
উল্লেখ্য, বাগেরহাট জেলা ছাত্রদল প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে পথচারী, শ্রমজীবী ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করছে।