বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উদ্যোগে এমএফআই প্রতিনিধিদের সাথে আঞ্চলিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকাল ৪ টায় টুঙ্গিপাড়া মধুমতি পর্যটন মোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এমআরএ এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফাসিউল্লাহ।
এ সময় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মোঃ মাজেদুল হক, মোঃ ইয়াকুব হোসেন, নূর এ আলম মেহেদী, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার নূর মোহাম্মদ তালুকদার সহ ৬ টি জেলার ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।