Nabadhara
ঢাকাসোমবার , ১০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মায়ের সাথে দেখা করতে এসে টুঙ্গিপাড়া ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
মার্চ ১০, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লাকে আটক করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ।

 

আজ সোমবার (২০ মে) বিকেলে লিঙ্কন মোল্লা গিমাডাঙ্গা পূর্ব পাড়ার নিজ বাড়িতে মায়ের সাথে দেখা করতে আসলে পুলিশ তার অবস্থান টের পায়। লিঙ্কন বাড়ির দেওয়াল টপকে পালালে পুলিশ পেছন পেছন ধাওয়া করে তাকে গ্রেফতার করে বলে টুঙ্গিপাড়া থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

 

উল্লেখ্য লিঙ্কন মোল্লা ৫ আগষ্ট সরকার পতনের পর গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন।

 

টুঙ্গিপাড়া থানার সাব ইন্সপেক্টর মনির হোসেন বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিংকন মোল্লাকে খান সাহেব স্কুলের সামনে পুলিশের গাড়ি ভাংচুর ঘটনায় টুঙ্গিপাড়া থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার এজাহার নামিয় ৮০ নাম্বার আসামী। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।তাকে দ্রুতই কোর্টে চালান করা হবে।

 

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সামছুল হক, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিঙ্কন মোল্লার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবী করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।