Nabadhara
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায়  ইউনিয়ন বিএনপির দুগ্রুপের পাল্টাপাল্টি হাম*লায় ৮ দোকান ভাংচুর আহত ৫

মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল 
মার্চ ১২, ২০২৫ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা হাচলা ইউনিয়ন বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৮ টি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।  এ সময় নারীসহ ৫ জন আহত হয়েছে।  ১০ মার্চ বিকালে ও ১১ মার্চ ভোর রাতে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

 

 

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি পিকুল শেখ ও সাবেক সভাপতি মিলন মোল্যার রাজনৈতিক গ্রুপিং নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বর্তমান সভাপতি পিকুল শেখের  নেতৃত্বে ১০ মার্চ (সোমবার) বিকালে কাঞ্চনপুর খেয়া ঘাট বাজার এলাকায় সাবেক সভাপতি মিলন মোল্যার লোকজনকে মারধর ও এলোপাথাড়ি কুপিয়ে ৩ জনকে আহত করে এবং  ৫ টি দোকান ভাংচুর ও লুটপাট করে প্রায় ১৫/২০ লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

 

 

এ দিকে পালটা অভিযোগ এনে ইউনিয়ন বিএনপির সভাপতি পিকুল শেখ জানান, সন্ধায় মিলন মোল্যার নেতৃত্বে আমাকে হত্যার উদ্দেশ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় আমার ও আমার লোকদের মোট ৩ টি দোকান ভাংচুর ও লুটপাট করে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি করে। আমি তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার চাই।

 

 

এ বিষয়ে কালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন দুপক্ষেকে এলাকায় শান্তি বজায় রাখার জন্য ডেকেছি আজ বিকালে সমাধানের জন্য বসা হবে এবং যার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেওয়া হবে।

 

 

কালিয়া থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম বলেন সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সেনাবাহিনীও কাজ করছে। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এখনও কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।