স্টাফ রিপোর্টার
বাগেরহাটের চিতলমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি কাজী নিজামকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ ।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার হিজলা ইউনিয়নের মাঠপাড়া তিন মোহনায় ওই যুবককে কুপিয়ে আহত করে। রাতেই আহত নিজামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বুধবার সকাল ১১টার দিকে তিনি মারা যান।
নিহত কাজী নিজাম হিজলা গ্রামের মৃত্যু নুর মোহাম্মদের কাজীর ছেলে। এদিকে কাজী নিজামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ জনতা হত্যার সাথে জড়িতদের বাড়িতে অগ্নি সংযোগের চেষ্টা করলে পুলিশ পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ এস,এম শাহাদাৎ হোসেন জানান,ফেসবুকে পোস্ট করা নিয়ে এ ঘটনা ঘটেছে।
হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।