Nabadhara
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)
মার্চ ১২, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)

 

রাজবাড়ী জেলার গোয়ালন্দ সাংবাদিক ফোরামের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

 

বুধবার (১২ মার্চ ) গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর নিজস্ব কাযালয়ে এ আয়োজন করা হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান।

 

গোয়ালন্দ সাংবাদিক ফোরাম এর আহবায়ক হেলাল মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শামীম শেখ,গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম শেখ, সাধারণ সম্পাদক মোশাররফ আহম্মেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজি প্রমূখ।

 

এ সময় বক্তারা রাষ্ট্র ও বিনির্মানে সাংবাদিকদের ভূমিকা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সাংবাদিকেরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন এবং সত্য প্রকাশে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে দেশের শান্তি, উন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা সবাই একসঙ্গে ইফতারে যোগ দেন।

 

গোয়ালন্দ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং সাংবাদিক ফোরামের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।