Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় শামুকখোলা গ্রামে থেকে চার বছরের শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল
মার্চ ১৩, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ,নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

 

নিহত শাহাদাৎ হোসেন মোল্যা চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার ছেলে।এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই শিশুর সৎ দাদি রাবেয়া বেগম (৬০)কে আটক করেছে। বুধবার (১২মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামের ভুক্তভোগীর বাড়ির পেছনের পুকুরের কাদাঁর ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম মোল্যার প্রথম স্ত্রী চলে যাওয়ায় তিনি ছেলে শাহাদাৎ হোসেনসহ তার মা কে ২য় বিয়ে করেন। ইব্রাহিম মোল্যার মা রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে বুধবার দুপুরে শাহাদাৎ এর মায়ের সাথে ঝগড়া হয়।

 

বুধবার বিকালের এর পর শাহাদাৎ হোসেন বাড়ি থেকে নিখোঁজ হয়। সন্ধ্যায় সকল জায়গা খোঁজ করে তার সন্ধান না পেয়ে গ্রামের মসজিদে হারানো বিজ্ঞপ্তি ঘোষনা করা হয়। রাত ৭টার দিকে হারানো বিজ্ঞপ্তি মাইকে শুনে একই গ্রামের নাম প্রকাশ না করার শর্তে একজন জানায়, বাড়ির পাশের পুকুর পাড়ে শাহাদাৎ ও তার দাদি কে তিনি দেখে ছিলেন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুর পাড়ে গিয়ে দেখে কাদাঁর ভিতর শাহাদাৎ মাথা মাটিতে পুতে রাখা মরদেহ।

 

 

পরে স্থানীয় লোকজন পুলিশ কে সংবাদ দিলে লোহাগড়া থানা পুলিশের একটি দল মরদেহ উদ্বার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সন্দেহভাজন ওই শিশুর দাদি রাবেয়া বেগম কে আটক করে পুলিশ।

 

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আশিকুর রহমান বৃহস্পতিবার সকালে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নড়াইল আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সন্দেহভাজন হিসেবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ দাদি কে আটক করা হয়েছে। এঘটনা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।