যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
আজ (১৬ মার্চ) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাজশাহী এসোসিয়েশনের উদ্যোগে নবীন বরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে এসোসিয়েশনের নেতৃবৃন্দ, শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে এক নবীন শিক্ষার্থী পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন। এরপর রাজশাহী এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। তারা শিক্ষাজীবনে সফলতার জন্য অধ্যবসায়, পারস্পরিক সহযোগিতা ও একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত থাকার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির দুইজন সম্মানিত শিক্ষক— শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ড. মো. হামিদুর রহমান এবং পদার্থবিজ্ঞান বিভাগের সাহাদত জামান। তারা শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন এবং শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে জীবন গঠনের পরামর্শ প্রদান করেন।
ইফতারের আগে শিক্ষার্থীদের মধ্যে প্রাণবন্ত পরিবেশ দেখা যায়। সবাই একত্রে ইফতার করেন, যা তাদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করেছে। নবীন শিক্ষার্থীরা এমন আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে রাজশাহী এসোসিয়েশনের কার্যক্রমে সক্রিয় থাকার আগ্রহ জানান।
এই আয়োজন শুধু ইফতার মাহফিলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করার এবং ভবিষ্যতে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নেওয়ার এক অনন্য উপলক্ষ হয়ে উঠেছে।