Nabadhara
ঢাকাবুধবার , ১৯ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা গাজী’র নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 
মার্চ ১৯, ২০২৫ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি 

গত ১৭ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে চ্যানেল আই,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন,দ্যা ডেইলি ক্যাম্পাস, দ্যা বাংলাদেশ টুডে ও নবধারাসহ দেশের কয়েকটি বহুল প্রচারিত স্বনামধন্য গণমাধ্যমে প্রকাশিত ‘ টুঙ্গিপাড়ার সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে সরঞ্জাম আত্মসাতের অভিযোগ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান‌ গাজী গোলাম মোস্তফা।

 

গাজী গোলাম মোস্তফা’র পক্ষে তার ভাই গাজী রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রতিবাদে বলা হয়, প্রতিবেদনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা কে উদ্দেশ্য করে “মসজিদের সরঞ্জাম আত্মসাৎ এর প্রমান পেয়েছে দুদক” শীর্ষক শিরোনামে যে সংবাদ পরিবেশন হয়েছে সেটা সম্পূর্ণ ভূল তথ্য সম্বলিত একটি অভিযোগ। যা ইতোমধ্যে দুদকের রিপোর্ট অনুযায়ী অসত্য বলে প্রমাণিত হয়েছে।

 

প্রতিবাদে আরো বলা হয়েছে এ সংবাদে আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন হয়েছে। এজন্য আমার পরিবার এবং এলাকাবাসী অত্যান্ত মর্মাহত ।

 

তাই যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশিত সংবাদের সংশোধনী প্রকাশের জন্য গণমাধ্যম কর্তৃপক্ষকে অনুরোধ করা যাচ্ছে।

 

এদিকে নবধারায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ায় দুঃখ প্রকাশ করছে নবধারা কর্তৃপক্ষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।