দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে এক কলেজ শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২০ মার্চ) বেলা ১২ টায় দুমকি নতুন বাজার আল মামুন সুপার মার্কেট এলাকায় বাউফল – লেবুখালী সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দুমকি সরকারী জনতা কলেজ এর শিক্ষার্থী লামিয়া আক্তারের (১৭) ধর্ষনকারী সিফাতের গ্রেফতার দাবী করেন। বক্তারা বলেন এমন বাংলাদেশ দেখার জন্য তো আমরা আন্দোলন করিনি, রাজপথে রক্ত দেইনি। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে থানা ঘেরাও করে বিক্ষুব্ধ ছাত্রজনতা। ২৪ ঘন্টার মধ্যে ধর্ষক সিফাতকে গ্রেফতারের আল্টিমেটাম দিয়ে থানা ঘেরাও কর্মসূচি স্থগিত করে।
বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে দুমকিতে নেতৃত্বদানকারী মোঃ আমিনুল ইসলাম, সাজ্জাদুল ইসলাম দূর্জয় ও মাঈনুল আকাশ বক্তৃতা করেন।
গত মঙ্গলবার সন্ধ্যার পর দুমকি উপজেলার পশ্চিম আলগী গ্রামের জলিল মুন্সির বাগান ভিটায় ভুক্তভোগী ওই তরুণী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। অভিযুক্ত সিফাতকে এখনও গ্রেফতার করতে পারেনাই আইনশৃঙ্খলা বাহিনী।