Nabadhara
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৫ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ এর সহধর্মিণী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের মা চৌধুরী শায়লা কামালের মৃত্যুতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৪ মার্চ) বিকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে ময়েজউদ্দিন স্কুল মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাউয়ূম জঙ্গি, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, আজম খান, চৌধুরী কামাল ইউসুফের কন্যা সাদাফ ইউসুফ, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, কৃষক দলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, এতো মানুষ জীবন দিল গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য সেই অধিকার নিয়ে কিন্তু আবার ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য, গণতন্ত্রকে ব্যাহত করার জন্য, বাংলাদেশী সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য দেশীয় বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে আরেকটিবার আমাদের লড়াই করতে হবে, এটা হবে আমাদের শেষ লড়াই। বাংলাদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠার লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই। আর সেই লড়াই আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন।

 

পরে চৌধুরী শায়লা কামালের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

 

দোয়া ও ইফতার মাহফিলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।