শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ ) সকালে সকল সরকারি বেসরকারি,স্বায়ত্বশাসিত ও ব্যাক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও তাপস পাল, চিতলমারী থানা পুলিশ প্রশাসনের পক্ষে ওসি এস,এম শাহাদাৎ হোসেন শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর একে একে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি,উপজেলা যুবদল,সেচ্ছাসেবক দল, শ্রমিক দল,ছাত্র দল, বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক ও সাস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল সাড়ে ৮টায় চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন ইউএনও তাপস পাল। পরে বাংলাদেশ পুলিশ,ফায়ার সার্ভিস,আনসার ভিডিপি,গ্রাম পুলিশ, বাংলাদেশ স্কাউটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ ও অতিথিদের অভিবাদন জানানো হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও পুরুস্কার বিতরন করা হয়।
এদিকে চিতলমারী উপজেলা বিএনপি নানা কর্মসূচির মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে। এউপলক্ষে (২৬মার্চ) সকালে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন
এরপর উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডুর সঞ্চলনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।