মো.আসাদুজ্জামান আসাদ
স্বরূপকাঠিতে নান্দুহার সমাজ কল্যান পরিষদের উদ্দোগে ২য় বারের মতো শিক্ষা উপকরন বিতরন করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টার পরে নান্দুহার ইলুহার ইউনাইটেড ইউনিস্টিটিউশনের মাঠে মেধাবী শিক্ষার্থীদের এ পুরুস্কার প্রদান করা হয়।সংগঠনের অন্যতম সংগঠক মোঃ দাইয়ান জানান ৪ টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পরিক্ষা নেয়া হয়।
প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন এবং মাধ্যমিক বিদ্যালয়ের ১৪ জন উত্তীর্ণ হয়। এদের প্রত্যেককে ১টি স্কুল ব্যাগ এক ডজন খাতা ১ ডজন কলম,১টি জ্যামিতিবক্স,৬টি প্যান্সিল,২টি ইরেজার, ২টি কার্টার,১টি স্কেল ও ১টি ক্রেস্ট প্রদান করা হয়।
মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওলিউল ইসলাম তুহিন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী উপজেলা ইউএনও জাহিদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ থানা অফিসার ইনচার্জ বনি আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়াউল আহসান,নান্দুহার ইউনাইটেড বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম,সুটিয়াকাঠি ইউনিয়ন চেয়ারম্যান রাজিবুল হক সানু,বিএনপি নেতা আতিকুল ইসলাম লিটু প্রমুখ।