টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
টুঙ্গিপাড়ায় মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য ধর্ষণের শিকার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগ ধর্ষক ও তার পরিবারের বিরুদ্ধে।
জানা যায় ,গত ৪ মার্চ (মঙ্গলবার) দুপুরে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেচরী রামপুর ইউনিয়নের উত্তর চেচরী গ্রামে বাড়ীর পাশে ক্ষেতে টমেটো আনতে যায় চার বছরের শিশুটি। এসময় পার্শ্ববর্তী বাড়ীর বিপ্লব সিকদারের ছেলে নির্জন সিকদার শিশুকে একা পেয়ে ফুসলিয়ে একটি কলা বাগানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার ৫দিন পর গত ৯মার্চ (রোববার) বিকেলে নির্জন ওই শিশুর বাড়িতে টর্চ লাইট চার্জ দিতে আসে। নির্জনকে দেখে ভয়ে আতকে ওঠে শিশুটি। বিষয়টি শিশুর মা’র নজরে আসে। তার মা জানতে চাইলে শিশুটি ওই দিনের ঘটনা খুলে বলে। এসময় ক্ষোভে শিশুর মা পানির কাচের গ্লাস ছুড়ে মারে নির্জনের গায়ে। গ্লাসের আঘাতে গাল কেটে যায় তার। এ ঘটনায় ওই শিশুর দাদা নিহার রঞ্জন মিস্ত্রী বাদী হয়ে নির্জনকে আসামী করে ধর্ষণের চেষ্টার একটি মামলা করেন।
এদিকে প্রাণনাশের হুমকি পেয়ে ধর্ষণের শিকার পরিবারটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার বাবার বাড়িতে আশ্রয় নিলে,ধর্ষক নির্জন শিকদারের চাচা বিজন শিকদার তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেন। ধর্ষক নির্জন শিকদারের চাচা বিজন শিকদারের বাড়ি ঝালকাঠিতে হলেও তিনি লেবুতলায় শ্বশুরবাড়িতে ঘর জামাই হিসেবে থাকছেন।
ধর্ষণের শিকার শিশুটির মা বলেন, ঝালকাঠিতে আমার শ্বশুর বাড়িতে থাকা কালীন অবস্থায় ধর্ষকের পরিবার আমার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমি সেই ভয়ে ঝালকাঠি থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আমার বাবার বাড়িতে এসে আশ্রয় নিয়েছি। ধর্ষক নির্জন শিকদারের চাচা বিজন সিকদার লেবুতলায় শ্বশুর বাড়িতে থাকেন। তিনি আমাকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
ধর্ষণের শিকার শিশুটির মা আরো বলেন, ধর্ষক নির্জন শিকদারের পিতা বিপ্লব সিকদার আমাকে বলেন, এখন তোর মেয়ে ছোটটাকে ধর্ষণ করেছে এরপর বড়টাকে ধর্ষণ করাবো। আমার চার বছরের মেয়েকে ধর্ষণ করেছে আমার তো যাওয়ার মতন আর কোথাও জায়গা নেই। তার পরিবার যে আমাকে হুমকি দিচ্ছে আমি এর সঠিক বিচার চাই।
প্রান নাসের হুমকি দেওয়া অভিযুক্ত ধর্ষকের চাচা বিজন সিকদার বলেন,এখনো পর্যন্ত তাদের পরিবারের সাথে আমার কোন সাক্ষাৎ হয়নি, আমি কেন তাদের হুমকি দিব। আমার ভাতিজা যদি অপরাধ করে থাকে তাহলে আইন আদালত বুঝবে।
মামলার সূত্রে জানা গেছে, ঝালকাঠির কাঁঠালিয়ায় ধর্ষণের শিকার শিশুটির পরিবারের মামলার প্রেক্ষিতে গত( ৯ মার্চ)নির্জন সিকদারকে গ্রেফতার করে ঝালকাঠি জেল হাজতে পাঠানো হয়েছে।