গোপালগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বেবি বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
আজ বুধবার (০৯ এপ্রিল) রাতে গোপালগঞ্জ-বলাকইড় আঞ্চলিক সড়কের বলাকইড় নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বৃদ্ধা বেবি বেগম গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় গ্রামের মোঃ চাহার আলী মোল্লার স্ত্রী।
ওসি মির মো. সাজেদুর রহমান জানান, একটি মোটর সাইকেলে করে বনগ্রাম থেকে বলাকইড়ের দিকে যাচ্ছিলেন রুবেল শেখ। এসময় বাজার করার উদ্দেশ্যে সড়ক পার হতে গেলে বৃদ্ধা বেবি বেগমকে পিছন দিক ধেকে ধাক্কা দেয় মোটর সাইকেলটি।
এতে বেবী বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেবি বেগম মারা যান।