শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী)
রাজবাড়ীর গোয়ালন্দে দেশ বরেন্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রবিউল্লাহ বেপারী পাড়ায় মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যার পর হতে ইসলামী তাওহীদি জনতার উদ্যোগে এ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্রতা ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে হাজারো ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। যা ধর্মপ্রাণ মুসুল্লীদের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।
স্হানীয়রা জানান, বিগত বেশ কয়েক বছর ধরে এই মাঠে বিচার গানের আয়োজন করতেন স্হানীয় কৃষকলীগ নেতা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহিম। বিচার গানের পাশাপাশি বাড়ির আঙিনায় তার মৃত প্রতিবন্ধী শিশু ছেলে রাসেলের কবরকে কেন্দ্র করে চলত শিরকী বিভিন্ন কর্মকান্ড। যা নিয়ে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র আপত্তি ছিল। কিন্তু তারা ভয়ে কিছুই বলতে পারত না। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সম্প্রতি এলাকার আলেম-ওলামা ও শতশত সাধারণ মুসুল্লি আব্দুর রহিমকে এবার বিচার গান ও তার ছেলের কবরকে ঘিরে কর্মকান্ড বন্ধের আল্টিমেটাম দেন। এতে করে তিনি অনুষ্ঠান আয়োজন হতে পিছিয়ে আসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত কবি আল্লামা মুহিব খাঁন। প্রধান বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন মাদরাসা মারকাযুন নুর-এর মুহতামিম মুফতি রিজওয়ান রফিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ইমাম কমিটির সভাপতি ও গোয়ালন্দ পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. জালাল উদ্দিন প্রামানিক, পৌর ইমাম কমিটির সভাপতি মুফতি শামসুল হুদা, উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি আজম আহমাদ, মুফতি আবুল হুসাইন, মুফতি আঃ লতিফ মুনসুরী, মাওলানা তারেক বিল্লাহ, হাফেজ মো. আবু সাইদ, এবং মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে কলরব শিল্পীগোষ্ঠীর খ্যাতিমান ইসলামী শিল্পীরা গজল ও ইসলামী সংগীত পরিবেশন করেন। যা উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যায়। ইসলামী সংস্কৃতি ও চেতনা জাগরণের এ আয়োজনটি এলাকার ধর্মপ্রাণ জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকরা আগামীতেও এ অনুষ্ঠানের ধারাবাহিকতা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষে হাফেজ আবু সাইদ বলেন, যে মাঠে দীর্ঘদিন ধরে অনৈসলামিক গানবাজনা ও একটি প্রতিবন্ধী শিশুর কবরকে ঘিরে শিরকী কর্মকান্ড হতো সেখানে অত্যন্ত সুন্দর একটি ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পেরে আমরা খুশি। এ জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।