Nabadhara
ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কোটালীপাড়া প্রতিনিধি 
এপ্রিল ১১, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি 

 

কোটালীপাড়ার উপজেলার পৃথক দু’টি স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ শুক্রবার (১১ এপ্রিল) কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রাম ও মদনপাড়া গ্রামের এসব ঘটনা ঘটে।

 

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

মৃত দুই শিশুরা হলো, কোটালীপাড়া উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছর বয়সের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে আট বছর বয়সের নুসরাত খানম।

 

ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার সকালের চৌরখুলী গ্রামের জসিম শেখের স্ত্রী শিশু ছেলে ওমর ফারুকে উঠানে বসিয়ে ফারুকে মা জামা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে ওমর ফারুক না পেয়ে চারিদিকে খোঁজাখুজি করা হয়। খোঁজাখুজির এক পর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ওমর ফারুককে পুকুরে পানিতে ভাসতে দেখে। পরে পুকুর থেকে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরো জানান, প্রায় একই সময়ে বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটা দেখতে যায় নুসরাত খানম। পরে বাড়ী ফেরার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায়। পাশের বাড়ির এক শিশু নুসরাত পানিতে পড়ে গেছে বলে খবর দিলে স্বজনরা গিয়ে নুসরাতকে উদ্ধার করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরো বলেন, এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।