Nabadhara
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ার আড়পাড়া গ্রামে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক,নড়াইল 
এপ্রিল ১২, ২০২৫ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,নড়াইল   

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামে সেনাবাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবুল শেখ (৪৫) নামে একজন কে আটক করেছে।

 

শুক্রবার (১১এপ্রিল) দিবাগত রাতে তাকে নিজ বাড়ী থেকে আটক করে। বাবুল শেখ আড়পাড়া গ্রামের রিজাউল শেখের ছেলে। পরে সেনাবাহিনী বাবুল শেখ কে লোহাগড়া থানায় হন্তান্তর করেছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে,শুক্রবার দিবাগত রাতে সেনাবাহিনীর কাছে স্থানীয় গোয়েন্দা তথ্য ছিল যে বাবুল শেখ অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য সরবরাহ করে। পরে সেনাবাহীর সদস্যরা উপজেলার আড়পাড়া গ্রামের বাবুল শেখের বাড়িতে অভিযান চালায়। এসময় বাবুল শেখের কাছ থেকে ২টি চাইনিজ কুড়াল, ১ বোতল ভদকা, ২টি দেশীয় অস্ত্র (রাম দা), ৩৫ গ্রাম গাঁজা, অবৈধ ৪টি সিম কার্ড, ২টি হকিস্টিক, ১ টি ধারাল ছুরি, যৌন উত্তেজক ওষুধ ও মেগাফোন জব্দ করে সেনাবাহিনী। পরে তাকে লোহাগড়া থানায় হন্তান্তর করা হয়।

 

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশিকুর রহমান জানান, রাতে সেনাবাহিনী বাবুল শেখ নামে এক ব্যক্তি কে দেশীয় অস্ত্র ও মাদকসহ থানায় হন্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১২এপ্রিল) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।