Nabadhara
ঢাকারবিবার , ১৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ভবনে আগুন

নবধারা ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে অবস্থিত প্রেসিডেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে অগ্নিকাণ্ডের সময় দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো কার্যালয় উপস্থিত ছিলেন না। প্রত্যক্ষদর্শী ও সরকারের বরাত দিয়ে শনিবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এএফপিকে বলেছেন, দমকল কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

সিয়েরা লিওনের প্রেসিডেন্ট ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুনে ভবনের নথি এবং আসবাবপত্র পুড়ে গেছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

এর আগে, দেশটির তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় ভবনের তৃতীয় এবং চতুর্থ তলায় আগুন ছড়িয়ে পড়ে। তবে দ্বিতীয় তলায় অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয়ে আগুন লাগেনি।

স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ভবনটিতে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনও তথ্য জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিশাল সাদা ভবনের ওপরের জানালায় আগুন ও ঘন কালো ধোঁয়া উড়ছে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কামারা এএফপিকে বলেছেন, আমরা সন্ধ্যায় ভবনের জানালা ও ওপরের তলা থেকে ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখেছি।

অগ্নিকাণ্ডের সময় পুলিশ ভবনের আশপাশের রাস্তা বন্ধ করে দেয়। আগুন নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সৈন্যদের মোতায়েন করা হয়। দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বায়ো একটি সম্মেলনে অংশ নিতে বর্তমানে তুরস্কে অবস্থান করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।