মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
সারাদেশের ন্যায় বাগেরহাট জেলার মোল্লাহাটে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পহেলা বৈশাখ পালিত হয়।
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি কেআর কলেজ ঘুরে শুরুর স্থল উপজেলা পরিষদ চত্বরে ফিরে শেষ হয়। পরে ওই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা ও থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলামসহ সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা আবৃত্তি, লোকসংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়াও দিনব্যাপী চলে হস্তশিল্প ও গ্রামীণ পণ্যের প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা।