Nabadhara
ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় কিশোরী ধ’র্ষণ চেষ্টায় আটক ৪ জন জেল হাজতে

নিজস্ব সংবাদদাতা,কচুয়া (বাগেরহাট)
এপ্রিল ১৪, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা,কচুয়া (বাগেরহাট)

কচুয়ায় প্রাইভেট কারে প্রেমিকা ছিনতাই ঘটনা ভিন্নদিকে মোড় নিয়েছে। বিষয়টি প্রেম ঘটিত বিষয় হলেও কচুয়া থানা পুলিশের অভিযোগ সূত্রে জানা গেছে জোবাই আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থীকে স্কুল থেকে বাড়ি আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব সহ বিভিন্ন ভাবে ভয় ভীতি দেখিয়ে আসছিল রবিউল নামে এক যুবক।

 

পরবর্তীতে ১২ এপ্রিল ভোর আনুমানিক ৬:৩০ মিনিটের দিকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি প্রাইভেট কার যোগে অভিযুক্ত যুবক রবিউল ইসলাম সহ তার সহযোগিরা মিলে জোরপূর্বক মেয়েটিকে তুলে নিয়ে যায়। এ সময় স্থানীয় প্রাইভেট শিক্ষক বিষয়টি টের পেয়ে গজালিয়া পুলিশ ক্যাম্পে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে গাড়িটি কচুয়া পার হয়ে সাইনবোর্ড জিরো পয়েন্ট এলাকায় পৌছালে গাড়ির মধ্য থেকে ওই মেয়ের চিৎকার শুনে স্থানীয় জনগণ গাড়িটি আটকে রেখে পুলিশকে খবর দেয়।

 

কচুয়া থানা পুলিশ গিয়ে কচুয়ার লড়ারকুল এলাকার কবির শেখের ছেলে রবিউল ইসলাম (২০), পিরোজপুর জেলার ভান্ডারিয়া এলাকার কুদ্দুস খানের ছেলে সাগর খান (১৯), কচুয়র সোনাকান্দা এলাকার মৃত আজিজ শেখের ছেলে মোঃ ফারহান (১৯), বাগেরহাট সদরের সরুই এলাকার মৃত একলাস শেখের ছেলে মোঃ আব্দুল রাজ্জাক (২৪) সহ প্রাইভেট কারটি থানায় আটক রাখা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মারজান (১৬) কে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।নঅভিযোগে আরো উল্লেখ করা হয়েছে গাড়িতে নিয়ে যাওয়ার সময় ওই কিশোরীর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে একাধিকবার ধর্ষণ চেষ্টা করা হয়েছে।

 

এ ঘটনায় কচুয়ার জোবাই এলাকার মৃত আব্দুল কাদের মুন্সির ছেলে মোঃ মাসুম বিল্লাহ বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা করেন। পরবর্তীতে কচুয়া থানা পুলিশ আটক ব্যক্তিদের গত ১৩ এপ্রিল বাগেরহাট জেল হাজতে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।