শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
চিতলমারীতে নতুন বছর ১৪৩২কে স্বাগত জানিয়ে সারাদেশের মতো বর্ণিল আয়োজনে প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল।
উপজেলা প্রশাসনের আয়োজিত শোভাযাত্রায় অংশনেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বেদবতী মিস্ত্রী, অফিসার ইনচার্জ (ওসি) এস,এম,শাহাদাৎ হোসেনসহ প্রশাসনের গুরুত্বপূর্ন কর্মকর্তারা।শোভাযাত্রাটি উপজেলা শিল্পকলা একাডেমির বকুল তলা থকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় বকুল তলা এসে শেষ হয়।এতে অংশ গ্রহন কারীরা বাংঙ্গালি আমেজে রঙিন বৈচিত্র্যময় পোশাকে বাংলা নববর্ষকে বরণ করে নেন।
এসময় কামার কুমার লাঙ্গল -জোয়াল ও বিয়ের পালকি বাদ্যযন্ত্রের তালে,গানে গানে আবহমান গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফুটিয় তোলা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির বকুলতলায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এছাড়া চিতলমারী উপজেলা বিএনপির আয়োজনে বর্ষবরণ উপলক্ষে বেলা ১২টার দিকে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এতে অংগ্রহন করেন উপজেলা বিএনপির আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস, সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুনা গাজী, উপজেলা বিএনপির যুগ- আহবায়ক এ্যাড: অসীম কুমার সমাদ্দার, উপজেলা যুব দলের আহবায়ক জাকারিয়া মিলন, জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম- সম্পাদক মোঃ হুমায়ুন শেখ,উপজেলা সেচছা সেবক দলের আহবায়ক নেয়ামত আলী খান,শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নওয়াব আলী,চিতলমারী সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোক্তার সরদারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সগঠনের নেতা কর্মীরা।