Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জুলাই আন্দোলনে নিহত পরিবারের মাঝে বাগেরহাট জেলা পরিষদের আর্থিক অনুদান

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 
এপ্রিল ১৫, ২০২৫ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাগেরহাটের নিহত পরিবারের মাঝে জেলা পরিষদ এর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

 

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে বাগেরহাট জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আর্থিক অনুদান প্রদান ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে শহীদ পরিবারগুলির হাতে অনুদান ও উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

 

জেলা পরিষদ এর প্রধান নির্বাহী ভাষ্কর দেবনাথ বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির শেখ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান,জামায়াত নেতা মনজুরুল হক রাহাদ প্রমুখ।

 

এ সময়ে জেলা পরিষদ এর পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় নিহত বাগেরহাটের শহীদ পরিবারের মাঝে দুই লক্ষ টাকা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।শহীদ পরিবারের সদস্যগন এসময়ে উপস্হিত থেকে এই অনুদান ও উপহার সামগ্রী গ্রহন করেন।

 

ভবিষ্যতেও জেলা পরিষদ শহীদ পরিবার এর পাশে থাকবে বলে জানান জেলা প্রশাসক ও জেলা পরিষদ প্রশাসক আহমেদ কামরুল হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।