Nabadhara
ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত 

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)  
এপ্রিল ২৮, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ,গোয়ালন্দ (রাজবাড়ী)  

“দ্বন্দে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

 

 

সোমবার (২৮ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে দুপুর সাড়ে ১২ টায় উপজেলা চত্বরে র‍্যালী শেষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন  উপজেলা সমাজসেবা অফিসার মো. রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. মাহবুব ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম প্রমূখ। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি,  স্কুল-কলেজের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

এ সময় বক্তারা বলেন, সরকার যথাযথ আইন প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করছে। আইনের চোখে সকলেই সমান। সমাজে যারা বিভিন্ন দিক দিয়ে  দূর্বল তাদের আইনি সহায়তা দিতেই আজকের এই আয়োজন। লিগ্যাল এইড সম্পর্কে সাধারণ জনগণকে জানতে হবে। তাদের সহায়তার আওতায় আনতে হবে বলে তারা অভিমত ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।