Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুমকিতে জমি বিরোধের জেরে রাতের আঁধারে কোচিং সেন্টারে আগুন, পুড়িয়ে দেওয়ার অভিযোগ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
মে ১, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে জমি সংক্রান্ত জেরে রাতের আঁধারে একটি কোচিং সেন্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

 

বুধবার (৩০এপ্রিল) রাত ৩ টায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।স্থানীয় বাসিন্দা খোকন ফরাজী ও আব্দুল আজিজ বয়াতি  জানান,  ভোর রাতে হঠাৎ কোচিং সেন্টারটি আগুনে জ্বলতে দেখে আমরা দৌড়ে এসে আগুন থামানোর চেষ্টা করি। আজিজ বয়াতি আরো বলেন আমি রাস্তা দিয়া বেল্লাল ফরাজিকে হেটে যেতে দেখেছি।

 

কোচিং সেন্টারের মালিক মাওলানা মোঃ নুরুল আমিন জানান,গতকাল এই কোচিং সেন্টারে জায়গা নিয়ে বেল্লাল ফরাজীর সাথে সালিশ ব্যবস্থা হয়েছে এবং এই জায়গা আমি পেয়েছি। বিকেলের সালিশ ব্যবস্থার পর বেল্লাল ফরাজী কোচিং সেন্টারে তালা লাগিয়ে দেয়। গতকাল রাতে আমার কোচিং সেন্টারে আগুন লাগে।আগুন লাগার আগে বেল্লাল ফরাজীকে রাস্তা দিয়ে যেতে দেখে স্থানীয় লোকজন।

 

 

অভিযুক্ত বেল্লাল ফরাজী জানান,আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।

 

 

ওই ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম বারেক জানান,এই জায়গা নিয়ে শালীস ব্যবস্থা করেছি কালকেও করা হয়েছে।আমার কাছে অভিযোগ করেছে বিকালে কোচিং সেন্টারে বেল্লাল ফরাজি তালা লাগিয়েছে।সকালে শুনতে পাই আগুন দেয়ার ঘটনা।

 

 

দুলকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কে বা কারা আগুন লাগিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।