Nabadhara
ঢাকাসোমবার , ৫ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে নিখোঁজের দুই দিন পর আড়িয়াল খা নদ থেকে মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি,মাদারীপুর
মে ৫, ২০২৫ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

আড়িয়াল খাঁ নদের পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর শিবচরে জান্নাতুল আক্তার (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার সকালে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত জান্নাতুন আক্তার শিবচর উপজেলা উমেদপুর ইউনিয়ন চরকাঁচিকাটা গ্রামের প্রবাসী রনি ফকিরের মেয়ে। সে স্থানীয় বাইতুল কারীম মহিলা মহিলা মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্রী ছিলো।এর আগে গত শনিবার সে চরশ্যামাইল এলাকায় ফুফাতো বোনের সাথে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে নিখোঁজ হন।

 

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শনিবার (৩ মে) দুপুরে উপজেলা৷ চরশ্যামাইল এলাকায় ফুপু বাড়ি থেকে ফুপাতো বোন মেঘলাকে সাথে নিয়ে পাশের আড়িয়াল খাঁ নদে গোসল করতে যায় জান্নাতুল। সাঁতার না জানায় নদের পাড়েই পানিতে নেমে গোসল করছিল তারা। গোসল করার সময় অসাবধানতার বসত ঢেউ ও স্রোতে ভেতরে চলে যায় দুজন। এসময় মেঘলা তীরে উঠতে পারলেও স্রোতের টানে জান্নাতুল পানিতে তলিয়ে যায়। এতে ভয় পেয়ে মেঘলা বাড়ি গিয়ে খবর দিলে আশেপাশের লোকজন এসে খোঁজাখুজি শুরু করে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে এসে উদ্ধারে নামে। তবে ওই দিন সন্ধা ৭ টা পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি নিখোঁজ কিশোরীর। গতকাল সারাদিন ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পরও তাকে পায়নি। আজ সকালে পরিবারের লোকজন নিলখী ইউনিয়ন কলাতলা বেড়িবাঁধ এলাকায় আড়িয়াল খাঁ নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেলে মরদেহটি উদ্ধার করেন।

 

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রতন শেখ বলেন, আড়িয়াল খাঁ নদে নিখোঁজের দুই দিন পর আজ সকালে মরদেহটি উদ্ধার করা হয়েছে।গত দুই দিনে পুলিশ,ফায়ার সার্ভিস অনেক খোঁজাখুঁজি করছিলো। এটি একটি মর্মান্তিক ঘটনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।