দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি হারুন অর রশীদ‘র মমতাময়ী মা মোসা: সাজু বিবি বার্ধক্যজণিত অসুস্থায় ভুগে গতসোমবার (৫ মে) রাত ১১:১৫ মিনিটে তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ‘ইন্না লিল্লাহে রাজিউন।
মৃত্যুকালে মরহুমার বয়স ছিল ৯৫বছর। তিনি ২পুত্র, ৩কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্যে গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দুমকি গ্রামের বাড়িতে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক গোরেস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে প্রেসক্লাব দুমকির সভাপতি মো: দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মো: সাইফুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন প্রমূখ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।