Nabadhara
ঢাকাবুধবার , ৬ জানুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে সরকারি বরাদ্দকৃত জমি দখল সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ আহত-৪

MEHADI HASAN
জানুয়ারি ৬, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টারচিতলমারী:

বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের শৈলদাহ গুচ্ছগ্রামে বরাদ্দকৃত সরকারি জমি রেজিস্টার করে নেয়া জমি দখল করতে গিয়ে বিরোধের জেরে ৩ নারীসহ ৪ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার কলাতলা ইউনিয়নের গুচ্ছগ্রামে সরকারি বন্দবস্তকৃত জমি দলখকে কেন্দ্র করে নাজমুল কাজীসহ ৮/১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে গোলেজান বেগমের বাড়িতে হামলা চালায়। হামলায় গোলেজান বেগম (৮৫), তার মেয়ে মোসাঃ তাসলিমা বেগম (৬০), পুত্রবধু ফাতেমা বেগম (৩৬) ও ছেলে মোঃ সাহেব আলী (৪৫) গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার বিকেল ৩ টার দিকে মোবাইল ফোনে এ হামলার কথা অস্বীকার করে নাজমুল কাজী জানান, তিনি ওই জমির মালিক।
চিতলমারী উপজেলা সাবরেজিস্টার এস এম সাহেদুল হক জানান, বিধি মোতাবেক ওই জমি গোলেজান বেগমের (৯০) মেয়ে তাসলিমা বেগম (৬০) হেবা দলিল করে দেন। প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় ওই জমির দলিল দেওয়া হয়েছে। প্রতারণার মাধ্যমে ওই দলিল দেওয়া হয়েছে জেনে উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ  মীর শরিফুল হক জানান, গুচ্ছগ্রামে গোলেজান বেগম ও ছেলে-মেয়েদের হামলার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।