Nabadhara
ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরের বীরগঞ্জে একযোগে ৮৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ২০, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

পরিবেশ রক্ষা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি রক্ষা এবং পরিবেশের সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একযোগে ৮৪ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ।

শনিবার (১৯ জুলাই) সকালে (এএমবিআইটিআইওইউএস প্রকল্পে) বীরগঞ্জ পৌরসভার পুরাতন জেলখানা আশ্রয়ন প্রকল্প, সুজালপুর ইউনিয়ন পরিষদ, নিজপাড়া ইউনিয়ন পরিষদ, মোহনপুর ইউনিয়ন পরিষদসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় একযোগে বৃক্ষরোপণ আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

দিনাজপুর জেলা প্রশাসকের পরিকল্পনা ও দিক নির্দেশনায় এবং বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৮৪ হাজার ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হয়। এটি শুধু সবুজায়নই নয় বরং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এসময় ইউএনও তানভীর আহমেদ বলেন, জুলাই বৃক্ষ শুধু ছায়া দেয় না আমাদের বেঁচে থাকার জন্য বিশুদ্ধ বাতাস, খাদ্য ও প্রাকৃতিক ভারসাম্যও নিশ্চিত করে। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গাছ লাগানো আর বিলাসিতা নয় এটা এখন জীবনের অপরিহার্য অংশ। আমরা যদি আজ একটি করে গাছ লাগাই ও তা বড় করতে যত্ন নিই, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী রেখে যেতে পারবো।

সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বর্মন বলেন, গাছ আমাদের প্রকৃত বন্ধু। শহর হোক কিংবা গ্রাম প্রতিটি স্থানে গাছ আমাদের রক্ষা করে প্রাকৃতিক দুর্যোগ থেকে। এই ৮৪ হাজার বৃক্ষের প্রতিটি যেন বাঁচে, বড় হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। শুধু রোপণ নয়, নিয়মিত পরিচর্যা ও তদারকি হলেই এই কর্মসূচি সফল হবে।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, জনস্বাস্থ্য প্রকৌশলী হুমায়ূন আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জিব্ররীল আহমেদ, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম, নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর ইসলাম চৌধুরী শাহিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার যুগ্ন আহবায়ক আল-আমীন জেমিয়ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা প্রতিনিধি আবু বক্কর সুমনসহ ইউপি সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানজুড়ে ছিল সবুজে ঢাকা একটি স্বপ্নের কথা, পরিবেশবান্ধব একটি আগামীর প্রত্যাশা এবং গাছের ছায়ায় ভালো থাকার অঙ্গীকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।