মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ও ভারতীয় আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পথসভায় বক্তব্য রাখেন জাগপার পঞ্চগড় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব এবং যুগ্ম সাধারণ সম্পাদক তফিজ উদ্দিন আহাম্মদ বেলাল। তারা বলেন, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে নানা ষড়যন্ত্র করে আসছে। আগস্ট বিপ্লব পরবর্তী তিন শতাধিক আন্দোলনের পেছনে ভারতের ষড়যন্ত্র ছিল। তাই অবিলম্বে ভারতীয় ষড়যন্ত্র বন্ধ করে শেখ হাসিনাকে ফেরত এনে বিচার করার দাবি জানান তারা।
অন্যদিকে, ভারতের এই ষড়যন্ত্র ও শেখ হাসিনাকে আশ্রয় দেয়ার প্রতিবাদে আগামী ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেড়াও কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।