Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেললাইন সংযোগ প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক দুই জেলা প্রশাসকসহ ১৩ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৩০ জুলাই) দুদক মাদারীপুরের সমন্বিত জেলা কার্যালয় থেকে একটি নোটিশ জারি করে জেলা প্রশাসকের কার্যালয়সহ অভিযুক্ত ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। অনুসন্ধান কার্যক্রমের নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক আখতারুজ্জামান এবং সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অপু।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পদ্মা রেললাইন প্রকল্পের অধিগ্রহণ প্রক্রিয়ায় সরকারি অর্থের অপব্যবহার ও দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় এই অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধান কার্যক্রম দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ১৯ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ৮ অনুসারে পরিচালিত হচ্ছে।

যাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে, তারা হলেন:

  • সাবেক জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম
  • সাবেক জেলা প্রশাসক ড. রহিমা খাতুন
  • সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ
  • সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক জোটন চন্দ্র
  • সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস
  • মোহাম্মদ সুমন শিবলী
  • প্রমথ রঞ্জন ঘটক
  • আল মামুন
  • মো. নাজমুল হক সুমন
  • কানুনগো (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন
  • মো. আবুল হোসেন
  • রেজাউল হক
  • রেকর্ড কিপার মানিক চন্দ্র মন্ডল

দুদক কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্তদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র ও ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণের পর অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।