Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সেতু নির্মাণের দাবিতে লঞ্চঘাট এলাকায় ইউনিয়নবাসীর মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর সদর উপজেলার উত্তর মহিষেরচর লঞ্চঘাট এলাকায় সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দারা। বুধবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলা এ কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের অন্তত দশটি গ্রামের সহস্রাধিক মানুষ।

ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, সদর উপজেলার আড়িয়াল খাঁ নদের দুইপাড়ে বিভক্ত পাঁচখোলা ইউনিয়নের একটি অংশ শহরের মধ্যে থাকলেও, অন্য একটি বৃহৎ অংশ নদীর ওপারে অবস্থান করছে। ফলে শহরের সঙ্গে দৈনন্দিন যাতায়াতে তাদের নৌপথের ওপর নির্ভর করতে হয়। ট্রলার কিংবা নৌকা ব্যবহার করে স্কুল, কলেজ, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যসহ নানা কাজে নদী পার হতে গিয়ে বর্ষা মৌসুম ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এমনকি প্রায়ই দুর্ঘটনাও ঘটে থাকে।

বক্তারা দ্রুত একটি সেতু নির্মাণ করে জনগণের চলাচলের দুর্ভোগ লাঘবের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, পাঁচখোলা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হাওলাদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা নিয়ামতউল্লাহ, স্থানীয় সমাজসেবক টুকু গৌড়া, শাখাওয়াত আকন, সুরিত গৌড়া প্রমুখ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে এলেও এখনো পর্যন্ত কোনও উদ্যোগ গ্রহণ করা হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।