Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কোটালীপাড়া প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদের সামনের এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপদ বিভাগ। অভিযানে ছোট-বড় মিলিয়ে বিভিন্ন ধরনের শতাধিক দোকানপাট ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আমিরুল মোস্তফা। এ সময় সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল মোস্তফা জানান, “সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। অভিযানের মাধ্যমে প্রায় ২ একর জমি দখলমুক্ত করা হয়েছে।”

সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী সামিউল কাদের খান বলেন, “এটি আমাদের চলমান অভিযানের অংশ। কোটালীপাড়ায় আজকের অভিযানে বড় সফলতা এসেছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তবে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বিকল্প পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।