মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলার কেচেরা পাড়া এলাকায় অবস্থিত “উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড” নামে একটি চা কারখানার মালিকানা নিয়ে দুই পরিচালকের পক্ষ থেকে জেলা প্রশাসন, টি বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা হলেন আব্দুর রাজ্জাক ও তারিকুল ইসলাম।
তাদের দাবি, মালিকানার অংশীদার হয়েও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের কারখানা থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে এবং তাদের অজ্ঞাতে প্রতিষ্ঠানটি লিজ দেওয়া হয়েছে, যা সম্পূর্ণভাবে অবৈধ।
২০১৮ সালে তৎকালীন পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা কাজী বোরহান উদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তার বিশ্বস্ত সহকর্মী কাজী এ এন এম আমিনুল হকের নামে কারখানাটির জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন করা হয়। নিবন্ধন অনুযায়ী মালিকানার ৬৫ শতাংশ ছিল আমিনুল হকের, ৩০ শতাংশ আব্দুর রাজ্জাকের ও ৫ শতাংশ তারিকুল ইসলামের নামে।
পরবর্তীতে কাজী আমিনুল হক মারা গেলে তার শেয়ার পরিবারের মধ্যে ভাগ হয়ে যায়। তবে অভিযোগ রয়েছে, পরবর্তীতে আয়-ব্যয়ের হিসাবের অসঙ্গতির অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতা আনোয়ার সাদাত সম্রাটের আশ্রয়ে বোরহান উদ্দিন ও তার পরিবার জোরপূর্বক দুই পরিচালককে কারখানা থেকে বের করে দেয়।