Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে গণঅধিকার পরিষদের নেতা গাজী রুবেল রানার নির্বাচনী প্রচারণা

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মিলন সিদ্দিকী, ধামরাই (ঢাকা) প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধামরাইয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন গণঅধিকার পরিষদের মনোনয়নপ্রত্যাশী ও যুব অধিকার পরিষদের ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা। তিনি ঢাকা-২০ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।

মঙ্গলবার (২৯ জুলাই) সারা দিন তিনি ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট বিতরণ করেন। প্রচারণার অংশ হিসেবে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় বার্তা পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে গাজী রুবেল রানা বলেন, “তরুণদের নেতৃত্বে গণঅধিকার পরিষদ আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের মূল লক্ষ্য।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য মাহফুজ হোসেন, ধামরাই উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রুহুল আমিন, ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রিপন, ধামরাই যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল-আমিন মাহমুদ, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাদশা, কুশুরা ইউনিয়ন সভাপতি মামুন ও সাধারণ সম্পাদক দিপ্ত, সাবেক সহ-সভাপতি (সি.) ধামরাই উপজেলা ছাত্র অধিকার পরিষদের ইমরান হোসেনসহ গণঅধিকার পরিষদ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রচারণার মাধ্যমে স্থানীয় জনসাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন গাজী রুবেল রানা এবং তার দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।