Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে জামায়াতের কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আয়োজনে এক গুরুত্বপূর্ণ কর্মপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকাল ৫টায় বীরগঞ্জ জামায়াত অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক ছাত্রনেতা মোঃ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মতিউর রহমান কর্মপরিষদ সদস্যদের উদ্দেশ্যে দলীয় আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, সদস্যদের দায়িত্ববোধ এবং আগামীর রাজনৈতিক করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “নির্দিষ্ট লক্ষ্য ও বিশ্বাস নিয়ে এগিয়ে গেলে যেকোনো আন্দোলন সফল হয়। আমাদের কাজ হবে সুদৃঢ় সংগঠন গঠন, দাওয়াতি কাজ বিস্তৃত করা ও মানুষের আস্থা অর্জন।”

সভাপতি ক্বারী আজিজুর রহমান বলেন,
“সংগঠন শুধু আদর্শ নয়, এটি একটি শৃঙ্খলিত কাঠামো। আমাদের প্রত্যেককে হতে হবে দায়িত্ববান, আত্মনিয়োজিত এবং আল্লাহভীরু। মানবসেবা, শুদ্ধ চিন্তা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যই আমাদের রাজনীতি।”

তিনি আরও বলেন,
“দাওয়াত, ত্যাগ ও সংগঠনের প্রতি আনুগত্যই আমাদের প্রকৃত পরিচয়। সমাজে ইসলামী চেতনা ছড়িয়ে দিতে স্থানীয় পর্যায়ে সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করতে হবে।”

বৈঠকে উপজেলা শাখার সকল কর্মপরিষদ সদস্য উপস্থিত ছিলেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, বীরগঞ্জে জামায়াতের কার্যক্রম আগামী দিনে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনসম্পৃক্ত হবে।

বৈঠক শেষে দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামী আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।