Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে ‘কাহারোল ফাউন্ডেশন’ এর আত্মপ্রকাশ, উন্নয়নে নতুন সম্ভাবনা

দিনাজপুর প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলার শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক অগ্রগতিকে ত্বরান্বিত করতে আত্মপ্রকাশ করলো ‘কাহারোল ফাউন্ডেশন’। বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। তিনি উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই ফাউন্ডেশন হবে সম্পূর্ণ অরাজনৈতিক এবং এর মাধ্যমে উপজেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা উপকৃত হবে। এটি কাহারোলের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম.কে.এ. জিন্নাত আলী, উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ কাহারোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের গঠনতন্ত্র সকলের মাঝে বিতরণ করা হয় এবং তা পর্যালোনার আহ্বান জানানো হয়। গঠনতন্ত্র অনুযায়ী, ১,০০০ টাকা প্রদান করে যে কেউ সাধারণ সদস্য এবং ২০,০০০ টাকা দিয়ে আজীবন সদস্য হতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসারসহ উপজেলা স্বাস্থ্য, শিক্ষা, সমাজসেবা, মহিলা, মাধ্যমিক ও প্রাথমিক দপ্তরের প্রতিনিধি এবং ফাউন্ডেশনের ৭ জন সদস্য নিয়ে মোট ১৩ সদস্যের একটি পরিচালনা কমিটিও গঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্থানীয় পর্যায়ে স্বাগত জানানো হয়েছে এবং সকলে এর সফলতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।