Nabadhara
ঢাকাবুধবার , ৩০ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ডাক্তার ছাড়াই অপারেশন, ক্লিনিক মালিক আ/টক

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
জুলাই ৩০, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ
Link Copied!

মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় ডাক্তার ছাড়াই ওয়ার্ডবয় দিয়ে অপারেশনসহ নানা অনিয়মের অভিযোগে ‘নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’-এর মালিক উজ্জল সরকার (৬০) কে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমিন প্রিমন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদের নেতৃত্বে এক যৌথ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে বোদা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. লুৎফুল কবির, সেনাবাহিনীর একটি দল এবং বোদা থানা পুলিশ অংশ নেয়।

অভিযোগ ছিল, নিরাময় নার্সিং হোমে কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র না থাকায় এবং ডাক্তার ছাড়াই ওয়ার্ডবয় দিয়ে অপারেশন করার মতো গুরুতর অনিয়ম চলছিল। অভিযানে এসব অভিযোগের সত্যতা মেলে।

এ বিষয়ে বোদা থানার স্যানিটারি ইন্সপেক্টর বাদী হয়ে মামলা দায়ের করলে বুধবার (৩০ জুলাই) উজ্জল সরকারকে আদালতে প্রেরণ করা হয়। আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে বলা হয়, ২১ জুলাই কোহিনুর বেগম নামে এক রোগী পেটের টিউমারের চিকিৎসার জন্য নিরাময় নার্সিং হোমে গেলে, ওয়ার্ডবয় অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে তার অপারেশন করেন। এছাড়া ২৭ জুলাই এক গর্ভবতী নারী সময়মতো চিকিৎসা না পেয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এক মৃত সন্তান প্রসব করেন।

এর আগেও ক্লিনিকটির বিরুদ্ধে ভুল চিকিৎসা ও প্রতারণার একাধিক অভিযোগ উঠেছিল।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. লুৎফুল কবির বলেন, “ক্লিনিকটির কোনো বৈধ কাগজপত্র নেই এবং চিকিৎসকের অনুপস্থিতিতে ওয়ার্ডবয় দিয়ে অপারেশন চালানো হয়েছে – যা পুরোপুরি বেআইনি ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।”

বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, আটককৃত উজ্জল সরকার বোদা পৌরসভার নগর কুমারী এলাকার বাসিন্দা। পলাতক অভি সরকার একই এলাকার নিখিল চন্দ্র সরকারের ছেলে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তার স্বার্থে এ ধরনের ক্লিনিকের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।