বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবর রহমানকে দল থেকে বহিষ্কারের প্রতিবাদে ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ব্যানারে ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বালিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদ। বক্তব্য রাখেন সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, বিএনপি নেতা দারুল ইসলাম, যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদেরসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জেলা বিএনপি ও কেন্দ্রীয় কমিটিকে ভুল তথ্য দিয়ে সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবর রহমানকে দলের সকল পর্যায়ের পদসহ প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে। এই সিদ্ধান্ত অবিচার ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে তারা বলেন, বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করা না হলে আন্দোলন আরও তীব্র করা হবে।
নেতাকর্মীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি না মানা হলে তাঁরা ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
উল্লেখ্য, গত ২৯ জুলাই বিএনপির ফেসবুক পেজে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশনকে কেন্দ্র করে হানাহানি ও সংঘাতের দায়ে সৈয়দ আলম ও ড. টি এম মাহবুবর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত দুই নেতা “হিংসাত্মক ও অশোভন আচরণে” জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।