মো.এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পঞ্চগড় জেলার দুটি সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৭ জন নারী ও পুরুষকে পুশ-ইন করেছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার ঘাগড়া এবং তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে এই পুশ-ইন ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, ভোরে ঘাগড়া সীমান্তে ৯ জন নারী ও ১ জন পুরুষকে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি তাদের উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করে।
অপরদিকে একই সময়ে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর সীমান্তে ৭ জন পুরুষকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবিকে খবর দেন স্থানীয়রা। পরে বিজিবি তাদেরও আটক করে তেঁতুলিয়া থানায় নিয়ে আসে।
ঘাগড়া সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন:
- ইয়াসিন আলী (৩৫), যশোর
- নুরবানু খাতুন (৩৫), যশোর
- জেমি খাতুন (২৩), নওগাঁ
- শিখা আক্তার (36), নরসিংদি
- জেরিন বেগম (২৩), সিলেট
- শাহাররুন খাতুন (৪০), যশোর
- হাফসা আক্তার (২০), বরিশাল
- রোমানা আক্তার (২০), কক্সবাজার
- ময়না খাতুন (২২), গোপালগঞ্জ
- আছিয়া আক্তার (২৩), খাগড়াছড়ি
ভজনপুর সীমান্ত দিয়ে পুশ-ইন হওয়া ব্যক্তিরা হলেন:
- জুনাইদ হোসেন (৩০), ফরিদপুর
- শাহীন মিঞা (৪৫), ফরিদপুর
- নয়ন মিঞা (৩৮), ফরিদপুর
- সাইফুল সর্দার (৩৪), ফরিদপুর
- নুর মোহাম্মদ (৪৬), ফরিদপুর
- জাহাঙ্গীর আলম (৩০), সিলেট
- ফয়সাল আলিম (২৬), হবিগঞ্জ
পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃতদের নিরাপদে শেল্টার হোমে রাখা হবে। আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।