Nabadhara
ঢাকাশুক্রবার , ১ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে সমাজসেবক মহিউদ্দিন সরকার ভুট্টুর স্মরণে দোয়া ও খাবার বিতরণ কর্মসূচি

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
আগস্ট ১, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঐতিহ্যবাহী আনসার মাঠ কেন্দ্রিক ভিক্টর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সমাজসেবক মহিউদ্দিন সরকার ভুট্টুর অকাল মৃত্যুতে ক্লাবের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মরহুম মহিউদ্দিন সরকার ভুট্টু গত ২৩ জুলাই ২০২৫ তারিখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তার স্মরণে ১ আগস্ট শুক্রবার, ক্লাবের সদস্যদের উদ্যোগে বিরামপুর ঘাটপাড় ব্রিজ সংলগ্ন দারুল উলুম ক্বওমী হাফেজিয়া মাদ্রাসার ১৮ জন এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। একই দিন ইসলামপাড়া জামে মসজিদে জুমার নামাজ শেষে প্রায় ৫০০ মুসল্লিকে খাবার বিতরণ করা হয়।

ভিক্টর স্পোর্টিং ক্লাবের সদস্যরা জানান, মহিউদ্দিন সরকার ভুট্টু ছিলেন ক্লাবের ১৯৯৫ সালের প্রতিষ্ঠাকালীন সদস্যদের অন্যতম। ক্লাবকে সুসংগঠিত রাখতে ও সদস্যদের ঐক্যবদ্ধ রাখতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। ক্রিকেটের প্রতি আগ্রহ থাকলেও ফুটবল ছিল তার প্রিয় খেলা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই দোয়া মাহফিলে শুধু ভুট্টু ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করা হয়নি, বরং অতীতে মৃত্যুবরণ করা ক্লাবের অন্যান্য সদস্যদের জন্যও দোয়া করা হয়েছে।

ভিক্টর স্পোর্টিং ক্লাব শুধু খেলাধুলা নয়, বরং সমাজসেবামূলক কাজেও পরিচিত। প্রতি রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, শীতবস্ত্র ও বন্যাদুর্গতদের সহায়তা, এবং সচেতনতামূলক কর্মসূচি নিয়মিত আয়োজন করে ক্লাবটি।

এমন একটি সংগঠন সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এলাকাবাসী। তারা ক্লাবটির ভবিষ্যৎ সাফল্য ও কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।