উত্তম শর্মা, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে ১ আগস্ট শুক্রবার সকাল ১০ টায় বোচাগঞ্জ জামায়াত অফিসে “ফ্রি হোমিও দাতব্য চিকিৎসালয়” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বীরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আফজালুল আনাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা অফিস সেক্রেটারি সাহিদুল ইসলাম খোকন ও জেলা ইউনিট সদস্য অধ্যাপক আবু তাহের সিদ্দিকী ।
বক্তারা বলেন, এই দাতব্য চিকিৎসা কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সেবায় জামায়াতে ইসলামী সব সময় পাশে থাকবে। মানবিক দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য যে, প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বোচাগঞ্জ উপজেলা জামায়াত অফিসে ফ্রি হোমিও চিকিৎসা প্রদান করা হবে।