এন এম নুরুল ইসলাম, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে শ্রদ্ধা ও ঐতিহাসিক গুরুত্বের সঙ্গে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মফিজুর রহমান। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত এবং জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেশের শান্তি, অগ্রগতি ও শহীদদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তৃতা করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, ছাত্র সমন্বয়ক রবিউল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলমসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা ২৪ জুলাইয়ের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে সে দিনের ত্যাগ, এবং বর্তমান প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যত বাধাই আসুক, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশকে সামনে এগিয়ে নিতে অব্যাহত অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত, আহত ও নিখোঁজদের সুস্থতা এবং দেশের সার্বিক কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানে বালিয়াডাঙ্গীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন, যা অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত ও ভাবগাম্ভীর্যপূর্ণ।

