মোঃ এনামুল হক, পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় ছাত্রদল কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে জাবেদ রহমান জয় (১৮) নামে এক ছাত্রদল-সমর্থিত কর্মী নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (৬ আগস্ট) রাতে জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকার আলী চটপটি দোকানের সামনে। নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার বাসিন্দা এবং মৃত জহিরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জয় পঞ্চগড় বাজারের ফল হাটির একটি আড়তে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল কর্মী আল-আমিন ও পারভেজের সঙ্গে জয়ের পূর্ব থেকেই ব্যক্তিগত বিরোধ ছিল। এ নিয়ে বুধবার দুপুরে শহরের টিনপট্টি এলাকায় তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। যদিও স্থানীয়ভাবে বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়, কিন্তু রাতেই মোবাইল ফোনে জয়কে সিনেমা হল মার্কেট এলাকায় ডেকে নেয়া হয়।
সেখানে পুনরায় বাগবিতণ্ডার একপর্যায়ে আল-আমিন ও পারভেজ জয়কে ছুরিকাঘাত করে। স্থানীয়রা আহত জয়কে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান শুরু করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শহরের বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করে টহল জোরদার করা হয়েছে।