Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে দিনে-দুপুরে বাড়িতে হা/মলা ও লু/টপাটের অ’ভিযোগ

দিনাজপুর প্রতিনিধি, উত্তম শর্মা
আগস্ট ৭, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর প্রতিনিধি, উত্তম শর্মা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কুতুলপুর গ্রামে একটি বসতবাড়িতে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও চুরি সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, গত বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টার দিকে কুতুলপুর গ্রামের মৃত কেসা মহনের ছেলে আমিনুল ইসলামের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আমিনুল ইসলামের স্ত্রী অভিযোগ করে বলেন, “আমি আঙিনায় ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় হঠাৎ করে বাইরের ঘরের টিন ভেঙে ফেলে হামলাকারীরা। এরপর গেট খুলে ঘরের ভিতরে ঢুকে তালা ভেঙে বিভিন্ন জিনিসপত্রে ভাঙচুর চালায়। তারা চলে যাওয়ার পর ঘরে ঢুকে দেখি, ঘরের ভেতরে থাকা কিছু টাকা ও গহনা খুঁজে পাচ্ছি না।”

তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জের ধরেই এ ঘটনা ঘটেছে। তার ছেলে নাজমুল ইসলামের সঙ্গে স্থানীয় শফিকুল ইসলামের মেয়ে শিমু আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে দুজন পালিয়ে যায়। তিনি অভিযোগ করেন, “এই ঘটনার প্রতিশোধ নিতে শফিকুল ইসলাম আমার বাড়িতে হামলা চালায়।”
এ বিষয়ে বীরগঞ্জ থানায় একটি অভিযোগ করা হযেছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।