মোঃ এনামুল হক,পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার আমজোয়ানী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১১ জন বাংলাদেশি নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৮ আগস্ট) ভোরে দেবনগড় ইউনিয়নের শুকানী বিওপির দায়িত্বাধীন আমজোয়ানী সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুটি পৃথক টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। সীমান্ত পিলার ৭৪২/১-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে ১১ নারীকে আটক করা হয়।
আটককৃত নারীরা হলেন–
১. মোছা: ফুলসুরাত (৬০), পিতা মৃত নুরালি বিশ্বাস, গ্রাম বাইকুলা, শার্শা, যশোর
২. রোজিনা খাতুন (৩৫), পিতা আব্দুল মান্নান, কোতোয়ালি থানা
৩. সেলিনা বেগম (২৫), পিতা জালাল বিশ্বাস, অভয়নগর, যশোর
৪. চুমকি খাতুন (২৫), পিতা মিরাজ খন্দকার, কালিয়া, নড়াইল
৫. হাসনা হেনা খাতুন (৩০), পিতা তাকরিজ আলী
৬. রোজিফা (৩২), পিতা আনসার মুন্সি, মাধবপুর
৭. মিনা খাতুন (২৪), পিতা দেলোয়ার মোল্লা, চরকালনা, লোহাগড়া
৮. বন্যা খাতুন (২৪), পিতা মফিজ মোল্লা, বেতগ্রাম
৯. রুপা খানম (২৫), পিতা শাহ আলম, দক্ষিন বাশরিয়া, টুঙ্গিপাড়া
১০. শাবানা ব্যাপারি (২৭), পিতা বাবুল ব্যাপারি, জাজিরা, মাদারীপুর
১১. সালেহা খাতুন (৪০), পিতা হাকিম তালুকদার, সোত্যপতি, রাজবাড়ী
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একাধিক দালালের মাধ্যমে জনপ্রতি ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটককৃতদের কাছ থেকে নগদ ৭০০ টাকা উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদের তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়।
৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।