Nabadhara
ঢাকাশনিবার , ৯ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে সাংবাদিক তুহিন হ/ত্যার প্রতিবাদে খানসামায় মানববন্ধন

Link Copied!

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৯ আগস্ট) সকালে পাকেরহাট শাপলা চত্বরে খানসামার কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আজিজার রহমান এবং সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকা–এর প্রতিনিধি এস এম রকি।

 

বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী, যিনি সত্য তুলে ধরার কারণে দীর্ঘদিন চাপের মধ্যে ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুতর হুমকি।

 

মানববন্ধনে বক্তারা গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা আরও বলেন, দেশের ইতিহাসে অনেক সাংবাদিক হত্যার বিচার না হওয়া সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে।

 

কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রেসক্লাব, খানসামা সাংবাদিক ফোরাম এবং স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।