মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে পাকেরহাট শাপলা চত্বরে খানসামার কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আজিজার রহমান এবং সঞ্চালনা করেন দৈনিক আজকের পত্রিকা–এর প্রতিনিধি এস এম রকি।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন ছিলেন একজন নির্ভীক ও সৎ সংবাদকর্মী, যিনি সত্য তুলে ধরার কারণে দীর্ঘদিন চাপের মধ্যে ছিলেন। তার নির্মম হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর গুরুতর হুমকি।
মানববন্ধনে বক্তারা গ্রেপ্তার হওয়া আসামিদের দ্রুত জিজ্ঞাসাবাদ করে মূল হোতাদের আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত বাস্তবায়নের দাবি জানান। তারা আরও বলেন, দেশের ইতিহাসে অনেক সাংবাদিক হত্যার বিচার না হওয়া সাংবাদিকদের নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিয়েছে।
কর্মসূচিতে অংশ নেন উপজেলা প্রেসক্লাব, খানসামা সাংবাদিক ফোরাম এবং স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিরা।